Wellcome to National Portal
Main Comtent Skiped

উপজেলা নির্বাচন অফিস, অভয়নগর এ আপনাকে স্বাগতম 

    অত্র অফিসে কোনরূপ নগদ অর্থ নেওয়া হয় না

জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত “ক” ও “ক-১” ক্যাটাগরিভুক্ত আবেদনসমূহ অত্র অফিস, “খ” ও “খ-১” ক্যাটাগরিভুক্ত আবেদনসমূহ সিনিয়র জেলা নির্বাচন অফিস, যশোর; “গ” ক্যাটাগরিভুক্ত আবেদনসমূহ আঞ্চলিক নির্বাচন অফিস, খুলনা  এবং “ঘ” ক্যাটাগরিভুক্ত আবেদনসমূহ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ,  নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা হতে নিষ্পত্তি করা হয়।


Title
নতুন ভোটার নিবন্ধন ও ভোটার স্থানান্তরের কাজ চলমান আছে।
Details

নতুন ভোটার হিসাবে নিবন্ধিত হওয়ার জন্য আবেদনকারীকে নিবন্ধন ফরম (ফরম-২) পূরণ অথবা অনলাইনে

https://services.nidw.gov.bd ওয়েব সাইটের প্রবেশ করে নতুন নিবন্ধন অপশনে ক্লিক করে চাহিত তথ্য দিয়ে আবেদন সম্পূর্ন করতে হবে। 

আবেদনের প্রিন্ট কপি ও সংযুক্ত দলিলাদি নিয়ে নিজ উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে এবং স্বশরীরে উপস্থিত হয়ে তার ছবি, ১০ (দশ) আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ও সিগনেচার প্রদান করতে হবে।

আবেদন ফরম-২ এর ৩৪ ও ৩৫ নং ক্রমিকে সনাক্তকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর থাকতে হবে।

আবেদন ফরম-২ এর ৪০, ৪১, ও ৪২ নং ক্রমিকে যাচাইকারী হিসাবে হিসাবে স্থানীয় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর/মেম্বার-এর নাম, এনআইডি নম্বর সীল ও স্বাক্ষর থাকতে হবে।

Attachments
Publish Date
02/10/2024
Archieve Date
02/10/2024

সম্পূর্ণ ওয়েবসাইটটি পরিদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ, সেবা সংক্রান্ত যেকোনো পরামর্শ প্রদানের জন্য ueoabhaynagar.jessore@gmail.com /স্বশরীরে অফিসে যোগাযোগ করার অনুরোধ রইলো। ধন্যবাদান্তে- উপজেলা নির্বাচন অফিসার, অভয়নগর, যশোর।